Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হর্টিকালচার সেন্টার, হাটহাজারী, চট্টগ্রাম

হাটহাজারী হর্টিকালচার সেন্টার চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় অবস্থিত একটি সরকারি প্রতিষ্ঠান । এটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং- এর অন্তর্ভুক্ত। এটি প্রায় ৫.০০ একর জায়গা বিশিষ্ট। মানব সম্পদ উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানের জন্য হাটহাজারি হর্টিকালচার সেন্টারে দেশ-বিদেশ থেকে সংগৃহীত জার্মপ্লাজম সংরক্ষন করে মাতৃবাগান সৃজন ও তা থেকে চারা/কলম উৎপাদ, ডিজিটাল ও ই-কৃষি সেবার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট ও জনবল, জমির স্বাস্থ্য ও উর্বরা শক্তি রক্ষা, উদ্যান ফসলের উৎপাদন ও তা প্রক্রিয়াজাতকরনে প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ, ফল ও সবজীর গ্রহন বৃদ্ধির লক্ষ্যে পুষ্টি শিক্ষার প্রসার, কৃষিতে নারীর সম্পৃক্তায়ন এবং দক্ষতা বৃদ্ধিকরণ, নিয়মতি প্রশিক্ষনের ব্যবস্থা করা, উদ্যান ফসল গবেষণা শক্তিশালীকরণ কাজ করে যাচ্ছে। এখানে চাহিদার প্রেক্ষিতে ফুল, ফল, সবজি ও মসলার মান সম্পন্ন চারা/কলম ও বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ করে থাকে। এখানে সরকার নির্ধারিত মূল্যে চারা/কলম বিক্রি করা হয় । বর্তমানে এটা মাশরুম সাব-সেন্টার হিসাবে কাজ করছে ।